প্রধান শিক্ষক



পরম করুণাময় বিশ্ব নিয়ন্তার অপার মহিমায় গণপ্রজতান্ত্রী বাংলাদেশ সরকারের নির্দেশনা অনুযায়ী শিক্ষাবর্ষের প্রথম দিবসে কোমলমতি শিক্ষার্থীদের হাতে বিনা মূল্যে নতুন বই তুলে দিয়ে সরকারের বৃহৎ কর্মযজ্ঞের অংশীজন হতে পেরে আমি, আমার সহকর্মীবৃন্দ ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দসহ সকলেই অত্যন্ত আনন্দিত। আজকের শিশু আগামী দিনে এই রাষ্ট্রের কর্ণধার। অতএব আজকের শিশুকে আগামী দিনের চৌকস ও যোগ্য নাগরিক বা কর্ণধার হিসেবে। গড়ে তোলার জন্য আদর্শ পারিবারিক প্রতিষ্ঠানের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের মত সামাজিক প্রতিষ্ঠানের গুরুত্ব অপরিসীম।
 
এই গুরুত্বপূর্ণ কাজটি ত্বরান্বিত করার জন্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকের ত্রিভূজীয় সমন্বিত সহযোগিতা অপরিহার্য। সেই লক্ষ্যে সফুরা খাতুন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হলো 'প্রাত্যহিক ডায়েরি'। এই ডায়েরিতে সংযোজিত আছে সভাপতি মহোদয় ও প্রতিষ্ঠান প্রধানের বাণী, জাতীয় সঙ্গীত, শপথ বাক্য, একাডেমিক ক্যালেন্ডার-২০২৪ খ্রিঃ, ছুটির তালিকা-২০২৪, বিদ্যালয় পরিচালনা পর্ষদের পরিচিতি, শিক্ষার্থীদের আচরণিক বিধি ও সম্মানিত অভিভাবকদের প্রতি বিশেষ নির্দেশাবলী, শিক্ষার্থীদের আচরণিক রেকর্ড ও দৈনিক পাঠবিবরণী। সম্মানিত অভিভাবক ও শিক্ষকবৃন্দ এই ডায়েরি পর্যবেক্ষণান্তে একজন শিক্ষার্থী সম্পর্কে সম্যক পরিচ্ছন্ন ধারণা লাভ করতে পারবেন। ডায়েরিতে আরো আছে অনলাইন পেমেন্ট, ভর্তি ও অনলাইন অ্যাপ্লিকেশন মেন্যুতে লগইন-ট্রি যা থেকে শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ সততা, স্বচ্ছতা ও দ্রুততার ভিত্তিতে পরিসেবা গ্রহণ করতে পারবেন। একদিন যা ছিল কল্পনায় আজ তা বাস্তব। সুতরাং সরকারি নির্দেশনা অনুযায়ী শিক্ষক-শিক্ষর্থীদের দৈনিক উপস্থিতি ডিজিটাইলেজেশন, ক্যাশলেস ও পেপারলেস ম্যানেজমেন্টসহ ডি-নথি প্রবর্তনের মাধ্যমে স্বপ্নময় চৌকস বিদ্যালয় বিনির্মাণের পদচলায় ঐকান্তিক সহযোগিতা অব্যাহত রাখায় পরিচালনা পর্ষদের সকল সদস্যসহ সম্মানিত সভাপতি মহোদয়কে জানাই আন্তরিক মোবারকবাদ।
 
শিক্ষার্থীরা প্রাত্যহিক ডায়েরি ব্যবহার করবে এবং শিক্ষক ও অভিভাবকবৃন্দ প্রতিদিন শিক্ষার্থীর এই ডায়েরি দেখবেন এবং তার প্রতিদিনের পাঠসম্পর্কে ধারণা নিয়ে শিক্ষার্থীদেরকে অধিক মনোযোগি হতে সহযোগিতা করবেন। সকলের শুভকামনা করছি।
 
ধন্যবাদান্তে-
(রফিকুল ইসলাম)
প্রধান শিক্ষক
সফুরা খাতুন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়
গোদনাইল, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ।